Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

প্রখ্যাত ব্যক্তিত্ব

জনাব কু দরত-ই-খুদা ২নং তোড়িয়া ইউনিয়নের কৃত্তি সন্তান । ছাত্র জীবন থেকে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে অতপরত ভাবে জরিত ছিলেন । তিনি মানুষের আপদে বিপদে সবসময় সাহায়্য সহযোগিতা করে আসিতেছেন । এর ফল শ্রুতিতে ১৯ বছর বয়সে প্রথম ২নং ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন । পরবর্তীতে ১৯৭২ সালে চেয়ারম্যান নির্বাচিত হন ।

জনপ্রতিনিধিত্ব কাল সমূহঃ

১। ১৯৭২ সাল হইতে ১৯৭৫ সাল ইউনিয়ন পরিষদের সদস্য কাল ।

২। ১৯৮৩  সাল হইতে ১৯৮৬ সাল প্রথম নির্বাচিত চেয়ারম্যান কাল ।

৩। ১৯৮৭ সাল  হইতে ১৯৯১ সাল দ্বিতীয় নির্বাচিত চেয়ারম্যান কাল ।

৪। ২০০৩ সাল হইতে ২০১০ সাল তৃতীয় নির্বাচিত চেয়ারম্যান কাল ।

পরবর্তীতে এই মহান ব্যক্তিত্ব জনসেবার পাশাপাশি ধর্মীয় অনুভুতির আবেগে ২০১১ সালে পবিত্র হজ্ব পালনের জন্য মক্কা ও মদিনা মনুয়ারায়  হজ্ব পালন করেন এবং আবারো ধর্মীয় কাজে দ্বিতীয় বার ২০১৩ সালে পবিত্র হজ্ব পালনের জন্য মক্কা ও মদিনা মনোয়ারায় হজ্ব পালন করে আসেন । বর্তমানে সামাজিক ও ধর্মীয় সেবায় নিয়োজিত আছেন।

ছবি