তোড়িয়া ইউনিয়নের নামকরন ও স্থানীয় ইতিহাস
অতিতে যা ঘটেছে আজ তা ইতিহাস । আজ যা ঘটছে ভবিষেৎ তা হবে ইতিহাস । প্রতি টি সৃষ্টির একটি কারন বা ইতিহাস রয়েছে । গুরুত্ব পুর্ন হওয়া সত্ত্বে ও কিছু ইতিহাস অলিখিত থেকে যায় । কালের বির্বতনে তা আবার বিলুপ্তি হয়ে যায় । তেমনি তোড়িয়া নাম করনের ইতিহাস আজ প্রায় বিলুপ্ত । তোড়িয়া নাম করনের কিছু নিদর্শন আজো পাওয়া যায় । এ এলাকার জন বসতি গড়ে উঠেছিল তর নদী কে কেন্দ্র করে। প্রবিন লোক জনের মাধ্যমে জানা যায় যে তারা তাদের পিতা মহের মুখে শুনে এই তর নদী, এক সময় খুব গভীর ও স্রোত ছিল যে নদীতে দিয়ে বিভিন্ন দেশ বিদেশের মানুষ জাহাজ নিয়ে ব্যবসা বাণিজ্য করিতে আসত। নিদর্শন সরুপ বলা যায় কয়েক বছর পূর্বে মাটি খনন করিতে গিয়ে জাহাজের শীলপার পাওয়া গেছে। এই নদীর শেষাবেশ তূর্কা মনি এখন ও বিদ্যমান । প্রাপ্ত তথ্য উপাত্ তবিশ্লেষন করে দেখা যায় যে ১২০৩ খ্রীঃ তূর্কী বীর ইখতিয়ার উদ্দীন মুহাঃ বখতিয়ার খলজি বিহার জয় করেন এবং১২০৫ খ্রীঃ নদীয়া দখল করেন । বর্তমানের তোড়িয়া ইউনিয়ন টি ছিল ভারতের জলপাই গুড়ি জেলার অন্তর্গত। ইখতিয়ার মুহাঃ বখতিয়ার খলজি বাংলা জয়ের পর তুরস্কের লোক তাড়িত হয়ে এই অঞ্চলে বসবাস শুরু করেন । এই নদীর অববাহিকায় তুর্কি দের জন বসতি গড়ে উঠার কারনে এই নদীর নাম হয়েছে তুর নদী । নদী পারা পারের জন্য প্রধান ঘাট ছিল তুড়িয়া মনি,যার পশ্চিম পাশ্বে প্রথম আদি তুর্কি দের বসতি বা গ্রাম ছিল। বর্তমানে তোড়িয়া ইউনিয়ন পরিষদের উত্তর পূর্বে অবস্থিত। এই বসতি কাল ক্রমে তুড়া>তুড়ুম>তুড়িয়া>তড়েয়া>তোড়িয়া নাম করন হয়েছে।
ইউনিয়নের ভৌগলিক অবস্থা ও আয়তনঃ
তোড়িয়া ইউনিয়নের অধিকাংশ ভুমি সমতল হওয়ায় চাষ আবাদের দিক থেকে এই ইউনিয়ন অনেক এগিয়ে আছে। এই ইউনিয়নের মধ্যে সবরকম ফসল উৎপাদন হয়। ইউনিয়নের আয়তন ও সীমানা দৈঘ্য=৩২.৯১ বর্গ কিলো মিটারপ্রায় । পশ্চিম পাশ্বে ভারত পশ্চিম বঙ্গের দিনাজপুর জেলা ইসলাম পুর থানা (পশ্চিম বঙ্গ) সীমান্ত অবস্থিত, উত্তর দিকে ধামোর ইউনিয়ন সংলগ্ন ভারতের জলপাই গুড়ি জেলা ।পূর্বে পঞ্চগড় হইতে রুহিয়া পর্যন্ত সি এন বি পাকা রাস্তা ও দক্ষিনে নাগর নদ তথা সংলগ্ন শ্যমা প্রসাদ (বাচাবাবুর)বিলুপ্ত জমিদার বাড়ী অবস্থিত পার্শ্বে অদি আলোয়াখোয়া রাশ মেলা অবস্থিত ।
ঐতিহাসিক স্থাপত্য ও প্রত্ন নির্দশনঃ
ছেপড়াঝাড় (পাহারভাঙ্গা)তিন গম্বুজ বিশিষ্ঠ জামে মসজিদটি মুঘল আমলের মসলিম স্থাপত্যের নিদর্শন ও মসজিদ সংলগ্ন শাহা সুফি হযরত আরব শাহ(রাঃ)পেশওয়ারী (পাকিস্তানী)এর মাজার শরীফ । বোধগাওঁ ক্যাম্প সংলগ্ন হযরত মহিউদ্দীন শাহা সুফি (রাঃ)এর মাজার শরীফ ।তোড়িয়া ইউনিয়ন পরিষদের উত্তর পাশ্বে ৩ শত গজ দুরে তৎকালীন প্রয়াত জমিদার বাবু ভবানি রায় চৌধরীর বিধ্বস্ত কালি মন্দীর ।
ইউনিয়নের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান
মুসলিম সমাজে ঈদুল ফিতর, ঈদুল আযহা,শব-ই-বারাত, ঈদ-ই-মিল্লাদুন-নবী, মহরম,শবর মেরাজ, বিবাহ অনুষ্ঠান, নবান্ন, কুলখানি, তিনদিনিয়া, দশাহা,চল্লিশা ও বাৎসরিক বা মৃত্যু বাষিকী ।
হিন্দু সমাজে বিভিন্ন পুজা পার্বন ও উৎসব,বিবিহ, শ্রাদ্ধ,হালখাতা,অন্ন-প্রশন,গৃহ প্রবেশ । বিবিহের আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে শুভের পান,কন্যা দর্শনি,দিনধরা,জিজ্ঞাসপত্র, বাসর বন্ধন,ঢাকুন আঠোরা, ভাদর কাটানী,জন্মষ্ঠমী ।
স্থানীয় বিশেষ খাদ্যভাস
পেলকা শাক,সিঁদোলের ভর্তা, সজির খারিয়া, মানা কচুর বেশোয়ার,লাফাশাক,খাটাশাক, সীমের বেশোয়ার,খরখরিয়া ভাত, মারোয়া ভাত,যবের ছাতু, কাউনের ভাত, ঢেকিয়া শাক, সুক্তা শাক, কুমরারভাত, কচুর কৈনার ভর্তা, ও আমরোলের বাঘার ।
লোক উৎসব
নবান্ন, জিতুয়া পুজা,বিশুয়া,দদিকাদো,হারযাত্রা,গোসুলপানা,লক্ষীপুজা, কালিপুজা, গরুচুমা,চড়কপুজা ।
লোক সাহিত্য
লোক সঙ্গীত, রুপকথা, ছড়া, লোক কাহিনী,প্রবাদ-প্রবচন ।
লোক সঙ্গীত
হেরোয়া বা বিয়ের গান,ভাওইয়া গান, সত্যপীরের গান, জঙ্গের গান, মহরমের মর্শিয়া, ইসলামী গান, হুলির ঢামের গান ।
লোক গাঁথা
পাচালী,মানিকপীরের গান, সত্যপীরের পালা, কানা বিশহরির পালা,রামরাক্ষনের পালা ।
বিলুপ্ত বা অপ্রচলিক যান
ঘোড়ার গাড়ী, ঘোড়া, ঘাধা ও বলদের পিঠে চড়ে যাতয়াত,ঢুলি, পালকী।
লোক ক্রীড়া
পাখিলাল,বাঘবকরী,চৌপাইত,নুকাটুহু,ডেন্ঠাকড়ী,চোরচুন্নি,বৌচিচি,এলাটিবেলাটিন,কুতকুত,কইনা দুলাহা,সাতঘড়ের পকতা ।
লোক নাট্য
চন্দ্রদেবী মফিজুল ফাতেরা,সাইকেলশোরি হেন্ডেল বাদিয়া,নয়নবালা,
ইউনিয়নে স্থানীয় মানুষের উদ্যোগে নাটক ও যাত্র পালা প্রতি বছর অভিনীত হয় । অভিনীত নাটকের মধ্যে রয়েছে আলোমতি প্রেম কুমার,রহিমরুপবান,নবাব সিরাজ-উ-দৌল্লা, মা মাটির মানুষ, একটি পয়সা,জলন্ত বারুদ, স্মৃতি টুকু থাক,শ্বশানে হল ফুল শষ্যা, একটি গোলাপের মৃত্যু, একমুঠো অন্নচাই ।
খেলা ধুলাঃ
হাডুডু,বাঘবকরী,তাস,ফুটবল
বাঁশ শিল্প
বরনডালী,কুলা,পাখা,খৈচালুন,ঢামা,চাটাই,টোকরী,ভার,বাঁশের দরজা ।
কাঠে শিল্প
কাঠের বিভিন্ন আসবাব পত্র খড়ম,পিরি,গাছা,প্রদীপ দানী, কাঠের চাকা, লাঙ্গল,ছাম গাহিন ।
২।তোড়িয়া ইউনিয়নের জনসংখ্যার পরিমান
মোট জন সংখ্যা =২৩৬৭ ৩জন ।
পুরুষ মানুষের সংখ্যা =১২৪২৭ জন ।
মহিলা মানুষের সংখ্যা =১১২৪৬ জন ।
৩। ইউনিয়নে মোট গ্রামের সংখ্যা =১১ টি
ইউনিয়নে গ্রাম ভিত্তিক জনস্যখ্যাঃ
ক্রমিক নং | গ্রামের নাম | মোট লোক সংখ্যা | পুরুষের সংখ্যা | মহিলার সংখ্যা | মন্তব্য |
০১। | দারখোর | ২৩৯৫ জন | ১৩৫৬ জন | ১২২৭ জন |
|
০২। | যাদবাটি | ৮১৫ ,, | ৪৭৫ জন | ৩৪০ জন |
|
০৩। | কাটালী | ২২০৭ ,, | ১১২৬ জন | ১০০৩ জন |
|
০৪। | ছেপড়াঝাড় | ২৩৯৩ ,, | ১২৯৬ জন | ১১৯৫ জন |
|
০৫। | উত্তর তোড়িয়া | ২৯৪৫ ,, | ১৫৭৩ জন | ১৩৭২ জন |
|
০৬। | দক্ষিন তোড়িয়া | ২২৫৯ ,, | ১২৫৩ জন | ১০০৬ জন |
|
০৭। | পশ্চিম তোড়িয়া | ১৮৮০ ,, | ১০৭৩ জন | ৭৮৭ জন |
|
০৮। | সুখ্যাতি | ৩৬০০ ,, | ১৯২৫ জন | ১৬৭৫ জন |
|
০৯। | নিতুপাড়া | ১৫২৮ ,, | ৮২৩ জন | ৭০৫ জন |
|
১০। | কিসমতদাপ | ৭৬৮ ,, | ৪১২ জন | ৩৫৬ জন |
|
১১। | বোধগাওঁ | ২৮৮৩ ,, | ১৫৭৬ জন | ১৩০৭ জন |
|
৪। ইউনিয়নে মোট পাড়ার সংখ্যা =৭৫ টি ।
৫। ইউনিয়নে মোট পরিবারের সংখ্যা =৪২৬৫ টি ।
ইউনিয়নে মোট ভোটার সংখ্যা =১৩১৬৩ জন ।
পুরুষ ভোটারের সংখ্যা =৬৪৩৪ জন ।
মহিলা ভোটারের সংখ্যা =৬৭২৯ জন ।
৬। ইউনিয়নে মোট মৌজার সংখ্যাও জে এল নং ৯টি মৌজাগুলি নিন্মরুপঃ-
ক্রমিক নং | মৌজার নামঃ | জে,এল নং |
১। | তোড়িয়া মৌজা | ২৪ |
২। | কাটালী মৌজা | ২৬ |
৩। | দারখোর মৌজা | ০৯ |
৪। | ছেপড়াঝাড় মৌজা | ২৭ |
৫। | নিতুপাড়া মৌজা | ৩০ |
৬। | সুখ্যাতি মৌজা | ৩১ |
৭। | বোধগাওঁ মৌজা | ২৮ |
৮। | যাদবাটি মৌজা | ২৫ |
৯। | কিসমতদাপ | ৩২ |
৭। ইউনিয়নের ভূমির শ্রেণী বিন্যাসঃ
ইউনিয়নে মোট জমির পরিমান হচ্ছে = ৭১৮৫.৭৬ একর ।
আবাদি জমির পরিমান হচ্ছে = ২৯৯৫ হেক্টরএকর ।
অনাবাদি জমির পরিমান হচ্ছে = ২৯৬ হেক্টর
ইউনিয়নে মোট খাস জমির পরিমান হচ্ ছে=২৭৬.৮৩ একর ।
ভারত সীমান্তে সাথে সীমানার দৈঘ্ য= ৯ কিলেমিটার প্রায় ।
পুকুরের সংখ্যা হচ্ছে = সরকারী = ৪টি, মালিনা ৩টি.
৮। ইউনিয়নে মোট কৃষি জমির পরিমান = ৫৫৮৫ হেক্টর ।
এক ফসলি জমি = ২০০ হেক্টর ।
দুই ফসলি জমি = ১৬৬৫ হেক্টর ।
তিন ফসলি জমি = ৬৮৫ হেক্টর ।
৯। ইউনিয়নে সেচ ব্যবস্থার বিন্যাস ।
গভীর নল কুপের সংখ্যা = ৮টি
ক) চলতি ৬টি খ) বন্ধ ২টি ।
অগভীর নল কুপের সংখ্যা = ৪৯৬ টি ।
ক) বিদ্যুৎ চালিত ৪৫টি ।
খ) ডিজেল চালিত ৪৫১ টি ।
১০। প্রতিষ্ঠানের দিক থেকে ২নং তোড়িয়া ইউনিয়নেঃ
ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যা = ৮২ টি ।
মসজিদ = ৪২টি ।
মন্দির = ১২টি ।
গীর্জা = ১টি ।
ঈদগাও মাঠ = ১৫ টি ।
কবর স্থান =১২ টি
১৫ ।এতিম খানার সংখ্যা = ২টি ।
১১। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা মোট = ৩৫টি ।
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা = ১০টি ।
বে-সরকারী প্রথমিক বিদ্যালয়ের সংখ্যা =৬টি ।
স্যাটলাইট স্কুলের সংখ্যা =১টি ।
এবতেদায়ী মাদ্রাসার সংখ্যা = ৪টি ।
মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা = ৪টি ।
রেজিষ্টার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৩টি ।
বালিকা উচ্চ বিদ্যালয়ের সংখ্যা = ১টি ।
রেজিষ্টার বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা =১টি ।
সিনিয়র দাখিল মাদ্রাসার সংখ্যা =৩টি ।
জুনিয়র দাখিল মাদ্রাসার সংখ্যা =১টি ।
রেজিষ্টার কারিগরি কলেজের সংখ্যা = ১টি ।
মহিলা মহাবিদ্যালয়ের সংখ্যা =১টি ।
১২। সরকারী প্রতিষ্ঠানের সংখ্যা =১০টি
ভুমি অফিস =১টি ।
পরিবার পরিকল্পনা সেবা কেন্দ্ র=১টি ।
কমিনিউটি ক্লিনিক =৩টি ।
পুলিশ তদন্ত কেন্দ্র = ১টি ।
বি জি বি ফাঁড়ি = ২টি ।
উপসহকারী কৃষি কর্মকতা অফিস = ১টি ।
সমাজকল্যান অফিস = ১টি ।
১৩। ইউনিয়নেবে-সরকারী/ স্বায়ত্শাসিত প্রতিষ্ঠানের সংখ্যা = ৪টি
ইউনিয়ন পরিষদ কমপ্লেস ভবন = ১টি ।
ইক্ষ্যু ক্রয় কেন্দ্র =১টি ।
রাজশাহী কৃষি উন্নায়ন ব্যংক = ১টি ।
গ্রামীন ব্যংক = ১টি
১৪। ইউনিয়নে পরিচালিত এন, জি, ও এর সংখ্যা
ঋণ সেবা দান কারি এন জি ও =৭টি ।
ব্র্যাক।
আশা।
ডুডুমারি।
ইএসডিও।
গ্রামীনব্যংক।
ঠেঙ্গামারা।
আর,ডি,আর,এস।
১৫। সেবা দান কারী এন জি ও সমুহ =৩টি ।
সি আর ডি।
ডুডুমারী।
আর,ডি,আর,এস।
১৬। ইউনিয়নে ক্লাব/ সমিতির সংখ্যা =২৪টি
রেজিষ্টেশন কারী ক্লাবের সংখ্যা = ৬টি ।
রেজিষ্টেশন ছাড়া ক্লাবের সংখ্যা = ১২টি ।
ব্যবসায়ী (বনিকসমিতির) সংখ্যা = ১টি ।
আনছার ভিডিপি ক্লাবের সংখ্যা = ৫টি ।
আনছার ভিডিপির সংখ্যা = ১৫০৮ জন ।
পুরুষ = ৮০৪ জন ।
মহিলা = ৭০৪ জন ।
১৭। ইউনিয়নে হাট বাজার ও কল কারখানার সংখ্যা
হাট বাজারের সংখ্যা = ৪টি
শিল্প কার খানার সংখ্যা = ১৩টি
রাইচ মিল = ৬টি
গম ভাংগা মিল = ৫টি
চিড়ার মিল = ১টি
বিস্কুট ফ্যক্টরি = ১টি
১৮। ইউনিয়নে মোট রাস্তার পরিমান = ১২০কিলোমিটার
কাঁচা রাস্তার মোট = ৯৫ কিলো মিটার ।
পাকা রাস্তা মোট = ২৫ কিলো মিটার ।
১৯। ইউনিয়নে বিভিন্ন উপকার ভোগীর সংখ্যা = ১৪৩৫ জন
বয়স্ক ভাতার পরিমান = ৪১১ জন ।
– পুরুষ = ২০৬ জন ।
– মহিলা = ২০৫ জন ।
প্রতিবন্ধি ভাতার সংখ্য = ৪৩ জন ।
– পুরুষ = ২৩ জন ।
– মহিলা = ২০ জন ।
মুক্তিযুদ্ধা ভাতার সংখ্যা = ৬১ জন ।
২০। স্বাধীনতা যুদ্ধে এই ইউনিয়নের মানুষ অংশ গ্রহন করেন ।
মুক্তিযুদ্ধের সময় ভারতে প্রশিক্ষন গ্রহন করেছিলেন ৬৭ জনমুক্তি যুদ্ধা ।
মুক্তিযুদ্ধের সময় যুদ্ধে শহীদ হন ১ জন ।
মুক্তিযুদ্ধের সময় আহত হয় ৭ জন ।
বর্তমানে মুক্তি যুদ্ধার সংখ্যা = ৭৮ জন ।
মুক্তিযুদ্ধাদের মধ্যে ভাতা পাই নাই = ১৭ জন
২১। ইউনিয়ন পরিষদের সেবা দান সমুহঃ
গ্রামীন আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচার বা মীমাংশা করা ।
গ্রামীন অব কাঠামো উন্নায়ন রাস্তা ঘাট উন্নায়ন করা ।
পয়নিস্কাসনের জন্য ড্রেন,পাইপ সরবরাহ করা ।
পুল,ব্রীজ,কাল ভাট নির্মান করা ।
রাস্তার পাশ্বে বা পতিত জায়গায় বৃক্ষ রোপন/বনায়ন কর্ম সুচি গ্রহন ।
জন্ম,মৃত্যু রেজিষ্টেশন বা ওয়ারিশান সনদ সরবরাহ করা ।
নাগরিকত্ব সনদ পত্র প্রদান করা ।
সরকারী নির্দেশ আনুযায়ী ভুমিহীনদের মধ্যে খাস জমি বিতরন ব্যবস্থা করা
আশ্রায়ন প্রকল্পে বা গুচ্ছ গ্রামে ভুমিহীনদের মধ্যে সুষ্ট বন্টনের ব্যবস্থা করা ।
সরকারী সাহায্যে দারিদ্রের মাঝে সুষ্ঠ বন্টনের ব্যবস্থা করা ।
দুর্যোগ মোকাবেলার জন্য জরুরি সাহায্য প্রদান করা ।
বয়স্ক পুরুষ ও মহিলাদের জন্য বয়স্ক ভাতা প্রদান করা ।
প্রতিবন্ধীদের জন্য প্রতি বন্ধী ভাতা প্রদান করা ।
বিধবা মহিলাদের জন্য বিধবা ভাতা প্রদান করা ।
মুক্তি যুদ্ধাদের জন্য মুক্তি যুদ্ধভাতা প্রদান করা ।
ভি জি ডি কার্ড ধারী মহিলাদের দক্ষতা বৃদ্ধি ও কর্ম সংস্থানের জন্য সুযোগ সৃষ্টি করা ।
একটি বাড়ী একটি খামারের মাধ্যমে পুরুষ ও মহিলা উভয়ের জন্য কর্ম সংস্থান সৃষ্টি করা হয় ।
রেশন কার্ডের মাধ্যমে দারিদ্র মানুষের আর্থিক ভাবে লাভ বানক করা ।
২২। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র আপনাদের সেবায় নিয়োজিত সেবা দান সমুহ নিম্নরুপঃ
Ø ছাত্র/ছাত্রীদের মাঝে কম্পিউটার প্রশিক্ষন প্রদান করা ।
Ø প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা ।
Ø বিভিন্ন অনুষ্ঠানের দাওয়াত কার্ড তৈরি করা ।
Ø ভি,আই,পি মানুষের জন্য ভি,জি,ডিং কার্ড তৈরি করা ।
Ø বিভিন্ন সনদ পত্র তৈরি করা ।
Ø বিভিন্ন অনুষ্ঠানে মালটিমিডিয়া প্রেজেক্টরের মাধ্যমে ভিডিও প্রর্দশন করা হয় ।
Ø কম্পিউটার কম্পোজিং করা হয় ।
Ø বিভিন্ন অনুষ্ঠানের ভি ডি ও চিত্র সংগ্রহ সিডি রাইট করা ।
Ø ডিজিটাল ক্যমেরা দ্বারা ছবি তুলা ও সরবরাহ করা হয় ।
Ø ইস্কেনারের মাধ্যমে অবিকল অনুলিপি সরবরাহ করা হয় ।
Ø মোবাইলে ফ্যক্সিলোড,রিংটন ও গান লোড করা হয় ।
Ø মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন সরকারী অনুষ্ঠান ও চলচিত্র প্রদশন করা হয়
Ø আলিফ লাইলা / রামায়নের / ছবি / নাটক সম্পুর্ন ঘটনা ডিজিটাল পর্দার মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখানো হয় ।
Ø যে কোন বিনোদন মুলক অনুষ্ঠান ভি,ডি,ও করা ও সিডি রাইট করা হয় ।
২৩। ইন্টারনেটের মাধ্যম্যে জন গনের দোড় গড়ায় তথ্য সেবা প্রদানঃ
Ø অনলাইনে জন্ম নিবন্ধন রেজিষ্টেশন করা হয় ।
Ø অনলাইনে জন্ম নিবন্ধন সনদ প্রদান করা হয় ।
Ø অনলাইনে জমির খতিয়ানের জন্য আবেদন পাঠানো হয় ।
Ø অনলাইনের মাধ্যমে বিদেশে যাওয়ার জন্য পাচপোট ভিসার আবেদন করা হয় ।
Ø ইন্টানেটের মাধ্যমে বিভিন্ন মন্ত্রনালয়ের তথ্য সংরক্ষন করা তা জনগনের মাঝে সরবরাহ করা হয় ।
Ø ইন্টারনেটের মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যলয়ের ভর্তির ফরম ডাউন লোড করা ও ছাত্র / ছাত্রীদের মাঝে সরবরাহ করা ।
Ø ইন্টানেটের মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল সরবরাহ করা
Ø ইন্টানেটের মাধ্যমে বিভিন্ন বাজারের বাজার দর সরবরাহ করা ।
Ø ইন্টানেটের মাধ্যমে JSC , SSC , HSC , BA , BSC , BCOM , BSS পরীক্ষার ফলাফল সরবরাহ করা ।
Ø ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের । ঐতিহ্য , সংস্কৃতি ও নির্দশনের চিত্র প্রদশন করা ।
Ø ইন্টানেটের মাধ্যমে বিভিন্ন দেশের রাজ নীতি , আর্থ নীতি সমন্ধে জানা ।
Ø ওয়েব ক্যমেরার মাধ্যমে বিদেশে থাকা মানুষের সাথে সরা সরি কথা বলা ।
Ø বিভিন্ন মন্ত্রনালয়ের চাকুরীর ফলা ফল সরবরাহ করা ।
Ø ইন্টারনেটের মাধ্যমে দেশি / বিদেশি পত্র পত্রিকা মানুষের কাছে সরবরাহ করা ।
Ø ইন্টারনেটের মাধ্যমে সরকারী ও বে-সরকারী চাকুরীর ফলা ফল সরবরাহ করা
Ø ইন্টারনেটের মাধ্যমে কৃষি সেবা , চিকিৎসা সেবা ও যোগাযোগ করা হয়।
Ø বিভিন্ন মানুষের Email খোলা / Email - এ বিভিন্ন তেথ্য নেওয়া ও দেওয়া হয়
Ø ইন্টারনেটের মাধ্যমে ছাত্র / ছাত্রীদের কে প্রথম শ্রেণী হইতে নবম শ্রেণী পর্যন্ত WWW . E-Book থেকে বই সরবরাহ করা হয় ।
Ø ইন্টারনেটের মাধ্যমে জমির খতিয়ান/ রেকট সরবরাহ করা হয় ।
Ø ইন্টারনেটের মাধ্যমে সরকারী / ব-সরকারী চাকুরীর নিয়োগ বিজ্ঞপ্তী পাওয়া যায় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস