শিরোনাম
তোড়িয়া ইউনিয়ন নয়াপাড়া খ্রিষ্টান সম্প্রাদায়ের একমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান ।
ইতিহাস
<p>২নং তোড়িয়া ইউনিয়নের একমাত্র খ্রিষ্টান সম্প্রদায়ের উপাসানালয় বোধগাওঁ নয়াপাড়া গীর্জা । তোড়িয়া ইউনিয়নের একমাত্র খ্রিষ্টান বহুল গ্রাম হচ্ছে বোধগাওঁ নয়াপাড়ায়। এই পাড়ায় প্রায় ৫০০০ হাজার খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ বসবাস করে । প্রতি রবি বারে এই সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় আচার ,কৃষ্টি কালর্চার পালন করে থাকে।</p>