Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পাহাড় ভাঙ্গা ঐতিহাসিক তিন গুম্বুজ মসজিদ
label.image.title
প্রতিষ্ঠানের ধরণ

প্রতিষ্ঠান প্রধানের নাম

পদবি

মোবাইল

ঠিকানা
আটোয়ারী উপজেলা থেকে পশ্চিমে নিতুপাড়া হয়ে উত্তরে তোড়িয়া ইউনিয়া পরিষদ হয়ে পশ্চিমে পাহার ভাংগা পাশ্বে নিকেটে ।
ইতিহাস
<p>&nbsp;</p><p>শাহা শফি হযরত আরিফ শাহা(রাঃ)পাক-উপমহাদেশের বিভিন্ন দেশে তার অনুস্বারী ও ভক্তবৃন্দের সাথে ইসলাম প্রচারের জন্য এই অঞ্চলের বিভিন্ন জায়গায় অবস্থান করিতেন । কথিত আছে যে হযরত আরিফ শাহা একই সময় বিভিন্ন ভক্তের বাড়ীতে দাওয়াত পালন করিতেন । এই দেখে এই অঞ্চলের মানুষ দলে দলে তার কাছে ভির জমাইত তার বানী শুনার জন্য দেশের বিভিন্ন অঞ্চল হইতে মানুষ আসত । অবশেষে এই মহান ব্যক্তিত্ব শাহা সুফি হযরত আরিফ শাহা(রাঃ) পাহারভাঙ্গা তিন গুম্বুজ মসজিদ প্রঙ্গনে&nbsp; মৃত্যু বরণ করেরন । এলাকার মানুষ মসজিদ সংলগ্ন উত্তর পাশ্বে শাহা সুফি হযরত আরিফ শাহের দাফন সম্পুর্ন্ন করেন । কথিত আছে যে, কযেক বছর পর মসজিদের বাওয়ান্ডারী ওয়াল নির্মান করার সময় গর্ত খুড়িতে খুড়িতে কবরের একাংশ গর্ত হইলে নির্মান কাজে নিয়জিত লোক জন চিৎকার করে উঠে । এলাকার লোকজন দৌড়ে এসে দেখে যে, কয়েক বছর পূর্বে যে, ভাবে নতুন কাপড় দিয়ে লাশকে কবর দেওয়া হয়েছিল ঠিক সেই ভাবে শুয়ে আছে হযরত শাহ সুফি আরিফ শাহা (রাঃ) মাঝে মধ্যে কবর থেকে ঘ্রাণ আসতো আতর গোলাপের । মানুষ আবাক হয়ে গিয়েছিল । তখন এলাকার সচেতেন শিক্ষিত ওলাইমায়ে একরামগন এসে আবার দ্বিতীয় বার&nbsp; জানাজার পড়ানো হয় ।এই মাহান সাধকের মাজার শুধু পাহাড়ভাঙ্গায় আছে তা নয় পাশ্ববর্তী দেশ ভারতে তার কয়েকটি মাজার শরীফ রয়েছে । চৈত্র মাসের ১৮ই তারিখে একসাথে ভারত ও বাংলাদেশে পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হয় ।</p>