শিরোনাম
জমিদার ভবানী প্রসাদ চৌধুরীর কালি মন্দির তোড়িয়া
ইতিহাস
<p>জমিদার ভবানি প্রসাদ চৌধুরী ছিলেন এই এলাকার একজন প্রতাপশালী জমিদার ।শিক্ষায় দিক্ষায় তিনি ছিলেন অতুলনীয় ব্যক্তি ইংরেজ শাসন আমলে লাট সাহেবদের সাথে সবসময় ইংরেজিতে কাথা বলত । তাই এলাকার মানুষ বলত জমিদার সাহেব অনেক শিক্ষিত লোক । জমিদার ভাবানী প্রসাদ চৌধুরী যেমন গুন ছিল তেমনী দোষও ছিল । বর্তমানে যে কালি মন্দিরটি জরাজীর্ন অবস্থায় আছে কিন্ত এক সময় মন্দিটি ছিল দেখার মত । মন্দিরের চতুর দিকে ছিল ইট দিয়ে সীমানা প্রাচীর যার ধংশ অবশেষ এখনো পরে আছে । কথিত আছে যে, কোন এক সময় এই কালি মন্দিরে লোহার পাঠা বলি দান হয়েছিল । তথন থেকে এলাকার হিন্দু মসলিম উভয় জাতি এই মন্দিরের প্রতি বিশ্বাস করেতন এবং পুজা অর্চনা মানা দানা করে এখন পযন্ত পালন করে আছিতেছে । তোড়িয়া ইউনিয়ন পরিষদের উত্তর পাশ্বে অবস্থিত এই কালি মন্দির সংস্কারের অভাবে প্রায় ধ্বংশ হওয়ার উপক্রম । যদি মন্দিরটি সংস্কার বা পুর্ণ নির্মান করা যায় তাহলে পরবর্তী প্রজন্মের কাছে প্রচীন ঐতিহ্য ও সংস্কৃতি বহন করে থাকবে ।</p>