শিরোনাম
বারঘাটি শ্রীঃশ্রী দুর্গা মন্দির তোড়িয়া
ইতিহাস
<p>অত্র ২নং তোড়িয়া ইউনিয়নের মধ্যে বারেঘাটি শ্রীঃ শ্রীঃ দুর্গা মন্দিরটি উল্লেখ যোগ্য এই মন্দিরে অত্র ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষ এক সাথে পুজা অর্চনা করে থাকে । ২নং তোড়িয়া ইউনিয়নের মধ্যে বারঘাটি পুকুরটি বহুকাল ধরে ইউনিয়নের ঐতিহ্য বহন করে থাকে । এই পুকুরের চারিপাশ্বে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে উল্লেখ্য যোগ্য প্রতিষ্ঠান হচ্ছে বারঘাটি দূর্গা মন্দির । এই মন্দির সংলগ্ন মাঠে প্রতি বছর শার্দ্বীয় দুর্গা পুজার সময় তিন দিনের মেলা বসে।</p><p>ইহা ছাড়া ইউনিয়নে আরো মন্দির রহিয়াছে ।</p><p> ২।দারখোর ডুংডুংগি হাট কালি মন্দির ।</p><p>৩। ছেপড়াঝার গোল চত্তর দুর্গা মন্দির ।</p><p>৪। তোড়িয়া বারঘাটি হরি মন্দিন ।</p><p>উত্তর তোড়িয়া কালি মন্দির ।</p><p>৫। নিতুপাড়া কালি মন্দির ।</p><p>৬। উত্তর নিতুপাড়া কালি মন্দির ।</p><p>৭। মধ্য নিতুপাড়া হরি মন্দিন ।</p><p>৮। দক্ষিন নিতুপাড়া হরি মন্দির ।</p><p>৯। বোধগাওঁ বিষ্ণু মন্দির ।</p><p>১০। বোধগাওঁ নয়াপাড়া কালি মন্দির ।</p>