শিরোনাম
তোড়িয়া ধল্লি পুকুর পার সর্ববৃহৎ কবরস্থান
ইতিহাস
<p>তোড়িয়া ইউনিয়নের প্রান কেন্দ্রে ধল্লী পুকুর পাড় সর্ববৃহৎ কবরস্থান ।এই কবরস্থানে এলাকার প্রায় ১৫টি পাড়ার মানুষ তাদের পরিবারের পুর্ব পুরুষ বা স্বজনদের সমাহিত করেন। এই কবরস্থানে অনেকের স্মৃতি জরিত আছে । প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে এই এলাকার মানুষ তাদের নিজ নিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধদের জন্য কবর জিয়ারত করেন ।</p>