তোড়িয়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র
আটোয়ারী, পঞ্চগড়।
ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, আপনাদের সেবায় নিয়োজিত সেবা দান সমুহ নিম্ন রুপঃ
ছাত্র/ছাত্রীদের মাঝে কম্পিউটার প্রশিক্ষন প্রদান করা ।
প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা ।
বিভিন্ন অনুষ্ঠানের দাওয়াত কার্ড তৈরি করা ।
ভি আই পি মানুষের জন্য ভি জি ডিং কার্ড তৈরি করা ।
বিভিন্ন সনদ পত্র তৈরি করা ।
বিভিন্ন অনুষ্ঠানে মাল্টমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ভি ডি ও প্রর্দশন করা হয় ।
কম্পিউটার কম্পোজিং করা হয় ।
বিভিন্ন অনুষ্ঠানের ভি ডি ও চিত্র সংগ্রহ সি ডি রাইট করা ।
ডি জি টাল ক্যামেরা দ্বারা ছবি তুলা ও সরবরাহ করা হয় ।
স্ক্যানারের মাধ্যমে অবিকল অনুলিপি সরবরাহ করা হয় ।
মোবাইলে ফ্যক্সিলোড, রিং টন ও গান লোড করা হয় ।
মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন সরকারীঅনুষ্ঠান ও চলচিত্র প্রদর্শনকরা।
আলিফলাইলা/ রামায়নের ছবি/নাটক ডিজিটাল পর্দার মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখানোহয়।
অনলাইনে জন্মনি বন্ধন সনদপত্র প্রদানও জন্ম নিবন্ধন রেজিষ্ট্রেশন করা হয়।
ইন্টারনেটের মাধ্যম্যে জনগনের দোড়গড়ায় তথ্যসেবা প্রদানঃ-
ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন মন্ত্রনালয়ের তথ্য সংরক্ষন করা তা জনগনের মাঝে সরবরাহ করা হয়।
ইন্টারনেটের মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফরমডাউনলোড করা ওছাত্র/ছাত্রীদের মাঝে সরবরাহ করা।
ইন্টারনেটের মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল সরবরাহ করা
ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বাজার দর সরবরাহ করা।
ইন্টারনেটের মাধ্যমে JAC, SSC,HSC,BA,BSC,BCOM,BSS পরীক্ষার ফলাফল সরবরাহ করা।
ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও নির্দশনের চিত্র প্রদশন করা।
ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের রাজনীতি, অর্থনীতি সমন্ধে জানা।
ওয়েব ক্যমেরার মাধ্যমে বিদেশে থাকা মানুষের সাথে সরাসরি কথা বলা।
বিভিন্ন মন্ত্রনালয়ের চাকুরী ফলাফল সরবরাহ করা।
ইন্টারনেটের মাধ্যমে দেশি/ বিদেশিপত্র পত্রিকা মানুষের কাছে সরবরাহ করা।
ইন্টারনেটের মাধ্যমে সরকারী ওবে-সরকারী চাকুরীর ফলাফল সরবরাহ করা
ইন্টারনেটের মাধ্যমে কৃষিসেবা, চিকিৎসা সেবা ও যোগাযোগ করা হয়।
বিভিন্ন মানুষের Email খোলা/ Email - এবিভিন্ন তথ্য নেওয়া ও দেওয়া হয়।
ইন্টারনেটের মাধ্যমেছাত্র/ ছাত্রীদের কে প্রথম শ্রেণী হইতে নবম শ্রেণী পর্যন্ত WWW. E-Book থেকে বই সরবরাহ করা হয়।
ইন্টারনেটের মাধ্যমে জমির খতিয়ান/ রেকর্ড সরবরাহ করা হয়।
ইন্টারনেটের মাধ্যমে সরকারী/ বেসরকারী চাকুরীর নিয়োগ বিজ্ঞপ্তী পাওয়া যায়।
[ বিঃদ্রঃ আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন ২নং তোড়িয়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে ।]
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS