Title
তোড়িয়া ইউনিয়ন ঐতিহাসকি কালিকা ডাঙ্গী কেন্দ্রীয় ঈদগাহ
History
<p>তোড়িয়া ইউনিয় এর মধ্যভাগে কালিকা ডাঙ্গী ঈদগাহ ময়দানটি উল্লেখযোগ্য । এই ঈদগাহ ময়দানটি বহুকাল পূর্ব হইতে প্রায় ৫টি গ্রামের মুসলমান গন একত্রে জামায়াত হয়ে ২টি ঈদের নামাজ আদায় করে ।কথিত আছে যে, এই কালকা ডাঙ্গী ঈদগাহ ময়দানে কবে থেকে ঈদের নামাজ শুরু হয়েছে তা আজ পর্যন্ত কেউ বলতে পারে না ।বর্তমানে ২টি ঈদের নামাজে পাড়ার জন্য লোক জমায়াত হয় প্রায় ১২০০০.০০ হাজার ।এই ঈদগাহে প্রতি বছর মিলন মেলায় পরিনত হয় এবং এলাকায় ভাত্রিত্ববোধ স্মৃটি হয় ।</p><p>ইহা ছাড়া ইউনিয়নে আরো ছোট বড় ঈগাঁ মাঠ রয়েছে ।</p><p>১। সুখাতি কেন্দ্রীয় মসজিদ সলন্ন ঈদগাও মাঠ </p><p>২। বোয়ালমারি ঈদগাওঁ মাঠ</p><p>৩। ষৌলাপাড়া ঈদগাওঁ মাঠ</p><p>৪। বারঘাটি স্কুল সংলগ্ন ঈদগাওঁ মাঠ</p><p>৫। যাববাটি ঈদগাওঁ মাঠ</p><p>৬। ডুডুংগী হাট ঈদগাওঁ মাঠ</p><p>৭। বোধগাওঁ মাদ্রাসা সংলগ্ন ঈদগাওঁ মাঠ</p><p>৮। ছেপড়াঝার ঈদগাওঁ মাঠ</p><p>৯। নাওগাজ স্কুল সংলগ্ন ঈদোঁ মাঠ</p><p>১০। কাটালী স্কুল সংলগ্ন ঈদগাওঁ মাঠ</p><p>১১। পশ্চিম নিতপাড়া ঈদগাওঁ মাঠ</p><p>১২। নয়াপাড়া ঈদগাও মাঠ</p><p>১৩। হেমমনি মাদ্রাসা মাঠ সংলগ্ন ঈদগাওঁ</p>