Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জমিদার ভবানী প্রসাদ চৌধুরীর কালি মন্দির তোড়িয়া
label.image.title
Institute Type

Head Of The Institute

Designation

Mobile

Address
আটোয়ারী উপজেলা থেকে পশ্চিমে নিতুপাড়া হয়ে উত্তরে তোড়িয়া ইউনিয়া পরিষদ হয়ে উত্তর পাশ্বে নিকেটে ।
History
<p>জমিদার ভবানি প্রসাদ চৌধুরী ছিলেন এই এলাকার একজন প্রতাপশালী জমিদার ।শিক্ষায় দিক্ষায় তিনি ছিলেন অতুলনীয় ব্যক্তি ইংরেজ শাসন আমলে লাট সাহেবদের সাথে সবসময় ইংরেজিতে কাথা বলত । তাই এলাকার মানুষ বলত জমিদার সাহেব অনেক শিক্ষিত লোক । জমিদার ভাবানী প্রসাদ চৌধুরী যেমন গুন ছিল তেমনী দোষও ছিল । বর্তমানে যে কালি মন্দিরটি জরাজীর্ন অবস্থায় আছে কিন্ত এক সময় মন্দিটি ছিল দেখার মত । মন্দিরের চতুর দিকে ছিল ইট দিয়ে সীমানা &nbsp;প্রাচীর যার ধংশ অবশেষ এখনো পরে আছে । কথিত আছে যে, কোন এক সময় এই কালি মন্দিরে লোহার পাঠা বলি দান হয়েছিল । তথন থেকে এলাকার হিন্দু মসলিম উভয় জাতি এই মন্দিরের প্রতি বিশ্বাস করেতন এবং পুজা অর্চনা মানা দানা করে এখন পযন্ত পালন করে আছিতেছে । তোড়িয়া ইউনিয়ন পরিষদের উত্তর পাশ্বে অবস্থিত এই কালি মন্দির সংস্কারের অভাবে প্রায় ধ্বংশ হওয়ার উপক্রম । যদি মন্দিরটি সংস্কার বা পুর্ণ নির্মান করা যায় তাহলে পরবর্তী প্রজন্মের কাছে প্রচীন ঐতিহ্য ও সংস্কৃতি বহন করে থাকবে ।</p>